নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চেয়েছেন প্রধানমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে দেশে আরও নারী উদ্যোক্তা তৈরি করতে বিশ্বব্যাংকের কাছে বিশেষ তহবিল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ঋণদাতা সংস্থাটি থেকে রেয়াতি হারে আরও ঋণ বিতরণের অনুরোধ জানান তিনি।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বজেরদে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, সরকার নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে।
তিনি বলেন, 'আইসিটি থেকে শুরু করে কৃষি ও ক্ষুদ্র হস্তশিল্প পর্যন্ত নারীরা কাজ করছে এবং আমরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছি।'
এ প্রসঙ্গে তিনি বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশের নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য একটি বিশেষ তহবিল প্রদানের জন্য বলেন।