রাজধানীতে ৬টি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিল স্বাস্থ্য অধিদপ্তর
নানা অনিয়মের কারণে রাজধানীর ছয়টি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের পর এসব হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও অভিযানে আরও ১২টি হাসপাতালে নানা অসঙ্গতি ধরা পড়ে। সেগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবাার রাজধানীজুড়ে ১৮টি হাসপাতালে এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, 'আমরা রাজধানীর বিভিন্ন এলাকার ১৮টি হাসপাতাল পরিদর্শন করেছি। এর মধ্যে দু'টির লাইসেন্স নেই, দু'টি মানহীন এবং দু'টিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই ছয়টি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য ১২টি হাসপাতালেও সেবার মান, যন্ত্রপাতি ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন ত্রুটি রয়েছে। এদেরও শাস্তির আওতায় আনা হবে। বুধবার (আজ) আমরা অফিস আদেশের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানাব।'
এ সময় অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীর বাড্ডার সাতাকুল এলাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার অভিযোগের পর লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত সপ্তাহে মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে আরেক শিশু আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনা ঘটে। এর পর লাইসেন্সবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।