৭৫০ মিলিয়ন দর্শকের নতুন মিডিয়া জায়ান্ট বানালেন মুকেশ আম্বানি ও ডিজনি
ভারতে একটি নতুন মিডিয়া জায়ান্ট তৈরি করতে এবং ৭৫০ মিলিয়ন দর্শকের কাছে পৌঁছাতে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাথে যোগ দিয়েছে ডিজনি।
সংস্থাগুলো বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি যৌথ উদ্যোগে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং ডিজনি তাদের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ভারতের ১০০টি টিভি চ্যানেলকে এক করেছে।
একটি সম্ভাব্য চুক্তির কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল কারণ ডিজনি ১ বিলিয়নেরও বেশি লোকের দেশ ভারতে (যেখানে ইংরেজি অনেক মানুষ বুঝতে পারে ও বলতে পারে) শক্ত অবস্থান তৈরি করতে পারছিল না। কোম্পানিটি নিজ দেশেও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।
২০১৯ সালে 'টুইন্টি ফাস্ট সেঞ্চুরি ফক্স' এবং এটির অন্তর্ভুক্ত স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের একটি বড় অংশ অধিগ্রহণ করে ডিজনি ভারতে একটি শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করে।
সহযোগী সংস্থা ভায়াকম১৮ র মাধ্যমে রিলায়েন্স নতুন এই স্বত্বের ৬৩ শতাংশের মালিক হবে এবং বাকি স্বত্ব ডিজনির।
মুকেশ আম্বানি বলেছেন, "এটি একটি যুগান্তকারী চুক্তি যা ভারতীয় বিনোদন শিল্পে একটি নতুন যুগের সূচনা করবে।"
এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন আম্বানির স্ত্রী নীতা এম. আম্বানি। যৌথ এই উদ্যোগের মাধ্যমে ডিজনির 'প্রশংসিত চলচ্চিত্র এবং অনুষ্ঠান' এর সাথে ভায়াকম১৮-এর 'জনপ্রিয় প্রযোজনা এবং খেলা সংক্রান্ত অনুষ্ঠান' একই প্ল্যাটফর্মে যুক্ত হবে। উভয় কোম্পানি বলেছে, এই উদ্যোগটি বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদেরও বিনোদনের চাহিদা পূরণ করবে।
ডিজনির প্রধান নির্বাহী পরিচালক বব ইগার বলেছেন, "ভারত হল বিশ্বের সবচেয়ে জনবহুল বাজার এবং এই যৌথ উদ্যোগটি কোম্পানির জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করার সুযোগ।"
প্রাণবন্ত মিডিয়া এবং বিনোদন সেক্টর নিয়ে গর্ব করা ডিজনি ভারতে একাধিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে।
২০২২ সালে ডিজনি ব্যাপকভাবে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেট ম্যাচগুলোকে স্ট্রিম করার ডিজিটাল স্বত্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ভারতে ডিজনির স্ট্রিমিং অ্যাপ হটস্টার তখন থেকে লক্ষ লক্ষ গ্রাহক হারায় এবং গত মার্চে এইচবিওর কন্টেন্ট স্ট্রিমিং বন্ধ করে দিলে আরো বেশী ক্ষতির সম্মুখীন হয়।
কয়েক সপ্তাহ পরে এইচবিও এবং সিএনএন উভয়ের মূল সংস্থা ওয়ার্নার ব্রোস. ডিসকভারিজ (ডাব্লিউবিডি) আম্বানির জিওসিনেমাতে কন্টেন্ট স্থানান্তরিত করে এবং 'গেম অফ থ্রোনস' এর মত দর্শকনন্দিত শো-এর মাধ্যমে অনেক ভারতীয় দর্শককে প্ল্যাটফর্মে যুক্ত করতে সক্ষম হয়।
ডিজনির বার্ষিক রিপোর্ট থেকে জানা যায়, সেপ্টেম্বরে সমাপ্ত হওয়া সর্বশেষ অর্থবছরে প্রতি হটস্টার সাবস্ক্রাইবার থেকে ডিজনির আয় ছিল জনপ্রতি মাত্র ৬৬ সেন্ট যেখানে ২০২২ সালের আয় ছিল ৮৮ সেন্ট।
সর্বশেষ অর্থবছরে হটস্টার সাবস্ক্রাইবার সংখ্যা ৩৯ শতাংশ কমে ৩৭.৬ মিলিয়নে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মুকেশ আম্বানির কোম্পানির সাথে এই চুক্তির মাধ্যমে ডিজনি নতুন লক্ষ্য অর্জন করার সুযোগ পাচ্ছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়