প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার
চীন সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে কোপা আমেরিকায় যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ইন্টার মায়ামির হয়ে মেসি হংকং একাদশের বিপক্ষে ম্যাচ না খেলার জেরে বিশ্বকাপজয়ীদের চীন সফর বাতিল হয়ে যায়।
তবে চীন সফর বাতিল হলেও যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই মাসে আলবিসেলেস্তেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২৬ সদস্যের দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ খেলোয়াড়দেরও ডেকেছেন স্কালোনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ভালো খেলা আলেহান্দ্রো গারানাচোর সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের আরও তিনজন দলে জায়গা পেয়েছেন। তারা হলেন ভ্যালেন্টিন বারকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি।
অপরদিকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়া দরিভাল জুনিয়র প্রথমবারের মতো ব্রাজিলের দল ঘোষণা করেছেন। বেশ কিছু উদীয়মান খেলোয়াড়কে ডেকেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রিয়াল মাদ্রিদে নাম লেখানো ১৭ বছর বয়সী এন্ড্রিক এবং পিএসজির লুকাস বেরালদো।
ব্রাজিলের হয়ে ২৪ মার্চ ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়াবেন দরিভাল। এদিন ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে সেলেকাওরা মুখোমুখি হবে। আর ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।