টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা এ সপ্তাহেই
করোনাভাইরাসের প্রকোপে বদলে গেছে অনেক কিছুই। একে একে স্থগিত হয়েছে বৈশ্বিক অনেক খেলাধুলা, এসেছে নতুন নিয়ম। ক্রিকেটেও সমানভাবে এর প্রভাব পড়েছে। প্রায় সব সিরিজ-টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হতে চলেছে।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপটি স্থগিত হতে যাচ্ছে। এ সপ্তাহেই স্থগিতের ঘোষণা আসবে বলে জানিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবামাধ্যম টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এ সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ও অন্যান্য বিষয় নিয়ে গত মাসে সভা করে আইসিসি। গত ১০ জুনের সভা শেষে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। এ জন্য আরও এক মাস অপেক্ষা করা হবে, এরপর সিদ্ধান্ত। আইসিসির সভার পর এক মাস পূর্ণ হতে বাকি আর তিনদিন।
এ সময়ে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে সব ধরনের আলোচনা করেছে আইসিসি। কিন্তু অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সহজ ও নিরাপদ তেমন উপায় মেলেনি। যে কারণে এ বছর বিশ্বকাপ আয়োজন না করার কথা ভাবছে আইসিসি। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১৮ থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার আলোচনায় বসবে আইসিসি। এদিনই স্থগিতের ঘোষণা দেওয়া হতে পারে। তবে বিশ্বকাপের নতুন দিনক্ষণ নাও জানানো হতে পারে। অস্ট্রেলিয়া ২০২১ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায়। কিন্তু ২০২১ সালে ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ কারণে এবারের বিশ্বকাপটি দুই বছর পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড; এমন খবর বেশ পুরনো। সেই খবরটিই নতুন করে চাওড় হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে আইপিএলের এবারের আসর।