বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ বিয়ে
বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকাঙ্খিত ঘটনাগুলোর মধ্যে একটি। যদিও বিভিন্ন সংস্কৃতি ভেদে বিয়ের রীতি ও আচার ভিন্ন। তবে সবক্ষেত্রেই বিয়ের অন্তর্নিহিত থিম একটাই, তা হলো দম্পতি হিসেবে দুজন সারাজীবন একসঙ্গে থাকার ঘোষণা দেওয়া।
কেউ কেউ নিজেদের বিয়ের আয়োজনকে সহজ রাখতে পছন্দ করে, কেউবা আবার দেদারছে খরচ করে দিনটিকে স্মরণীয় করে রাখতে চান।
এখানে আমরা বিশ্বের কয়েকটি ব্যয়বহুল বিয়ের তালিকা তুলে ধরা হলো:
ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব লাগ্রোন
বিভিন্ন প্রতিবেদনে 'শতাব্দীর সেরা বিয়ে' বলা হয় ম্যাডেলাইন ব্রকওয়ে (২৭) ও জ্যাকব লাগ্রোনের (২৯) বিয়েকে।
২০২৩ সালের নভেম্বরে এই দম্পতির বিয়েতে প্রায় ৫৯ মিলিয়ন ডলার খরচ হয়েছিল! এক বিয়েতে এত খরচ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় অনেকেরই।
প্যারিসের ভার্সাই প্রাসাদে এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়েছিল। অতিথিদের ব্যক্তিগত জেটে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।
মিউজিক ব্যান্ড মেরুন ফাইভ বিয়েতে পারফর্ম করেছিল।
পাঁচদিন চলা এই বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই ম্যাডেলাইনের পরনে ছিল নামি পোশাকশিল্পীদের নকশা করা বহুমূল্য পোশাক। বিয়ের আসরে কনে পরেছিলেন ৫৫ মিলিয়ন ডলারের একটা গাউন। বরের পোশাকও ছিল ৩৫ মিলিয়ন ডলারের।
ফুলের সাজেও ছিল চমক। বিশ্বের সবচেয়ে দামি ফুল দিয়ে স্টেজ সাজানো হয়েছিল।
ম্যাডেলাইন ব্রকওয়ে ব্যবসায়ী ঘরের কন্যা। তার পরিবারের গাড়ির ডিলারশিপের ব্যবসা রয়েছে।
দূর্ভাগ্যক্রমে, টেক্সাসে এক পুলিশ কর্মীকে গুলি করে খুনের দায়ে ২৫ বছরের জেল হয়েছে শতাব্দীর সেরা বিয়ের বর জ্যাকব লাগ্রোনের।
প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা
যুক্তরাজ্যের প্রিন্স চার্লস (বর্তমানে রাজা তৃতীয় চার্লস) ও লেডি ডায়ানা ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ে করেছিলেন। তবে তাদের বিয়ের কয়েক দশক পরেও এর জাঁকজমক ও ঐশ্বর্যের কথা মানুষের মুখে ফেরে।
যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল। তখন প্রায় ৪৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৯৮ কোটি টাকা) ব্যয় হয়েছিল।
বিয়েতে সরাসরি ৩৫০০ অতিথি উপস্থিত ছিল এবং বিশ্বজুড়ে প্রায় ৭৫০ মিলিয়ন মানুষ টিভিতে এই বিয়ের অনুষ্ঠান দেখেছিল।
প্রিন্সেস ডায়ানার বিয়ের শুভ্র গাউন আজও অনেকের মনে দাগ কেটে আছে। ডায়ানার বিয়ের গাউনে ১০ হাজার মুক্তো লাগানো ছিল এবং এটির ২৫ ফুট দীর্ঘ ট্রেইন (লম্বা ঝুল) ছিল।
বিশ্বের অন্যতম স্মরণীয় ও ব্যয়বহুল রাজকীয় বিয়ে হলেও, এই বিয়ে বেশিদিন টেকেনি। ১৯৯৬ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে এবং এর এক বছর পরে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যান।
বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা মিত্তাল ২০০৪ সালে অমিত ভাটিয়াকে বিয়ে করেন।
প্যারিসের ভার্সাই প্রাসাদে তাদের বাগদান হয় এবং প্যারিসের পার্শ্ববর্তী শ্যাতো ভিউ ভিওক্স লে ভিকোমেতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
অভিনেত্রী কাইলি মিনোগ বিয়েতে পারফর্ম করেন এবং আইফল টাওয়ারেও একটি আতশবাজির প্রদর্শনী করা হয়েছিল।
ঝাঁকজমকপূর্ণ এই বিয়েতে প্রায় ৬৬ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। তবে এ বিয়ে বেশি দিন টেকেনি। ২০১৩ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।
ইশা আম্বানি ও আনন্দ পিরামল
ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ২০১৮ সালের ১২ ডিসেম্বর আনন্দ পিরামলকে বিয়ে করেন।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, তাদের বিয়েতে প্রায় ১৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।
জাঁকজমকপূর্ণ এই বিয়েতে বলিউড এবং ভারতের রাজনৈতিক জগতের তাবড় তাবড় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০২২ সালের ১৯ নভেম্বর এই দম্পতির যমজ সন্তান কৃষ্ণ ও আদিয়ার জন্ম হয়।
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
২০১১ সালে ইংল্যান্ডের রাজা ও রানি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৩৪ মিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলোর একটি।
এই দম্পতি ২০০৩ সাল থেকে প্রেম করছিলেন এবং ২০১১ সালে ইংল্যান্ডের লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
বর্তমানে এই দম্পতির উপাধি যথাক্রমে প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস। তাদের তিনটি সন্তান রয়েছে।
ওয়েন রুনি ও কলিন ম্যাকলাফলিন
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ওয়েন রুনি ও কলিন ম্যাকলাফলিন ২০০৮ সালে ইতালিতে বিয়ে করেন।
তাদের এই জাঁকজমকপূর্ণ বিয়েতে আইরিশ বয়ব্যান্ড ওয়েস্টলাইফ পারফর্ম করেছিল। পাঁচটি প্রাইভেট জেটে ৬৪ জন অতিথিকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এই বিয়েতে খরচ হয়েছিল ৮ মিলিয়ন ডলার।
প্রিয়া সচদেব ও বিক্রম চাটওয়াল
হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের সঙ্গে প্রিয়া সচদেবের বিয়ের অনুষ্ঠান চলে ১০ দিনেরও বেশি সময় ধরে। অতিথিদের শুধু আমন্ত্রণই নয়, ২৬টি দেশ থেকে আসা ৬০০ অতিথিকে ব্যক্তিগত চার্টার্ড ফ্লাইট এবং ৭০টি প্রাইভেট কারে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।
২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রিয়া ও বিক্রমের বিয়ে হয়েছিল। অতিথিদের মধ্যে ছিলেন বিল ক্লিনটন, মডেল নাওমি ক্যাম্পবেল, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রিসের মানবাধিকার সংস্থা প্রিন্স নিকোলাস, লক্ষ্মী মিত্তাল প্রমুখ।
৫০ হাজার কেজি ফুল, ৩ হাজার মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল মুঘল রীতিতে। বিয়েতে খরচ হয়েছিল ২০ মিলিয়ন মার্কিন ডলার! ২০১১ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।
চেলসি ক্লিনটন ও মার্ক মেজভিনস্কি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন বিয়ে করেছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার মার্ক মেজভিনস্কিকে।
২০১০ সালে অ্যাস্টর কোর্টে তাদের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এতে ব্যয় হয়েছিল ৫ মিলিয়ন ডলার।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের গল্পটি ছিল বলিউডের সঙ্গে হলিউডের সম্পর্কের একটি নিখুঁত গল্প! এই দম্পতি ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন। পাঁচ দিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
প্রিয়াঙ্কার ধর্ম অনুসারে তারা হিন্দু রীতিতে বিয়ে করেছিলেন এবং নিকের ধর্ম অনুযায়ী খ্রিষ্টান রীতিতেও বিয়েও করেছিলেন।
হিন্দু রীতিতে বিয়ের দিন প্রিয়াঙ্কা পরেছিলেন ডিজাইনার সব্যসাচীর তৈরি লাল রঙের লেহেঙ্গা।
আর খ্রিষ্টান রীতিতে বিয়ের দিন বর ও কনে এবং তাদের পরিবারের সদস্যরা পড়েছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার রালফ লরেনের ডিজাইন করা পোশাক।
রাজস্থানের উমেদ ভবন প্যালেসে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
রিপোর্ট অনুসারে, এই দম্পতি শুধু হোটেলেই ৩ কোটি টাকা ব্যয় করেছেন। এছাড়া তাদের বিয়ের পর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়।
লিজা মিনেলি ও ডেভিড গেস্ট
গায়ক লিজা মিনেলি ও ডেভিড গেস্ট ২০০২ সালে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাদের বিয়ের ব্যয় ছিল প্রায় ৪.২ মিলিয়ন ডলার। তাদের অতিথি তালিকায় অন্যদের মধ্যে ছিলেন: এলিজাবেথ টেলর, লিয়াম নিসন ও মিয়া ফ্যারোর মতো ব্যক্তিরা।
তাদের বিয়েতে মাইকেল জ্যাকসন ছিলেন সবচেয়ে বড় চমক।
তবে এই দম্পতির বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি এবং এক বছর পরেই তাদের বিচ্ছেদ ঘটে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি