ক্যান্সারে আক্রান্ত প্রিন্সেস কেট, নিচ্ছেন কেমোথেরাপি
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য, প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। গতকাল (শুক্রবার) এক ভিডিও বার্তায় তিনি নিজেই এই তথ্য জানান।
মূলত গত জানুয়ারি মাসে কেটের তলপেটে অস্ত্রোপচারের সময় ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে এটি প্রতিরোধে তিনি চিকিৎসকদের পরামর্শে কেমোথেরাপি নিচ্ছেন।
কেটের স্বাস্থ্য নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল। একইসাথে ৪২ বছর বয়সি এই রাজপরিবারের সদস্যের সদ্য প্রকাশিত একটি বিকৃত ছবি নিয়েও বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।
তবে ঠিক কোন ক্যান্সারে কেট আক্রান্ত হয়েছেন তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। এছাড়া পাশাপাশি আরও কী ধরনের চিকিৎসা তিনি নিচ্ছেন সেটাও জানা যায়নি।
ভিডিও বার্তায় কেট বলেন, "ক্যান্সারের সংবাদটি আমাদের জন্য অবশ্যই বিশাল ধাক্কা ছিল। উইলিয়াম ও আমি পরিবারের স্বার্থে ব্যক্তিগতভাবে এটি মোকাবিলা করতে যা করার তা করছি।"
কেনসিংটন প্যালেস জানায়, কেটের ভিডিওটি গত বুধবার উইন্ডসর বিবিসি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। তিনি কেমোথেরাপি চিকিৎসার 'প্রাথমিক পর্যায়ে' রয়েছেন বলে সেখানে জানানো হয়।
কেট ভিডিওতে বলেন, "আমি ঠিক আছি। যে বিষয়গুলো আমাকে সেরে উঠতে সাহায্য করবে তার উপর ফোকাস করে আমার মন, শরীর ও আত্মার দিক থেকে সুস্থ শক্তিশালী হয়ে উঠছি।"
ভিডিওতে কেট আরও বলেন, "উইলিয়াম পাশে থেকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। এটি আমার ভরসার দুর্দান্ত উত্স। অন্যদিকে আপনারা অনেকেই ভালোবাসা, সমর্থন ও উদারতা দেখিয়েছেন। আমাদের উভয়ের জন্যই এটা অনেক বড় পাওয়া।"
নিজের চিকিৎসা ও সুস্থতার চেষ্টা করার সময়টাতে একান্ত সময় কাটাতে চান কেট। এক্ষেত্রে জনসাধারণ বিষয়টি বুঝবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে নিয়ে আসায় কেটের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন রাজা চার্লস। বাকিংহাম প্যালেসের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাজা গত সপ্তাহজুড়েই তার পুত্রবধূর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন।
হ্যারি ও মেগান এক বিবৃতিতে বলেন, "আমরা কেটের ও পরিবারের সুস্থতা ও নিরাময় কামনা করি। আশা করি তারা ব্যক্তিগতভাবে নির্বিঘ্নে তা করতে সক্ষম হবেন।"
কেট ২০১১ সালে প্রিন্স উইলিয়ামকে বিয়ে করেন। তার স্বামীই এখন ব্রিটেনের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। তাদের প্রিন্স জর্জ (১০), প্রিন্সেস শার্লট (৮) এবং প্রিন্স লুই (৫) নামের তিন সন্তান রয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান