শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে সাকিব, ফিরলেন এক বছর পর
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান। আজ সাকিবকে দলভুক্ত করার কথা নিশ্চিত করেছে বিসিবি।
২০২৩ সালের ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ কোনো টেস্ট খেলেছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে খেলার মাধ্যমে প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি।
প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। বাংলাদেশী অলরাউন্ডার গত বছর ৬ নভেম্বর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছিলেন সর্বশেষ ম্যাচ। সাকিবের পাশাপাশি দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। আন্তর্জাতিক ক্রিকেটে হাসান ৩৯ ম্যাচ খেললেও টেস্টে তার অভিষেক হয়নি।
হাসান ডাক পাওয়ায় বাদ পড়েছেন আরেক পেসার মুশফিক হাসান। বাম পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন মুশফিক। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়ও।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলঃ
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।