ঈদে বাড়তি ছুটির দাবি নাকচ মন্ত্রিসভায়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটিই বহাল থাকছে বলে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। অর্থাৎ, বাড়তি ছুটির যে সুপারিশ করা হয়েছিল তা নাকচ করা হয়েছে।
আজ (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে, গতকাল রোববার (৩১ মার্চ) ঈদ উপলক্ষে দূরদূরান্তে গ্রামের বাড়ি যেতে যেন মানুষের ঝামেলা পোহাতে না হয়, সেজন্য ঈদের আগে একদিনের বাড়তি ছুটির সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
৯ এপ্রিল মঙ্গলবার একদিনের বাড়তি ছুটি চাওয়া হয়েছিল।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদ হতে পারে। রমজানের ৩০ দিন ও ১১ এপ্রিল ঈদুল ফিতর ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ছুটি নির্ধারণ করেছে সরকার। ৭ এপ্রিল রয়েছে শবে কদরের ছুটি। এই ছুটির পর ৮ ও ৯ এপ্রিল আবার অফিস খোলা।
তাই ঈদযাত্রায় যানজট ও অন্যান্য ঝামেলা এড়ায়ে ৯ এপ্রিলও ছুটির সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হলো। বৈঠকে পূর্বনির্ধারিত ছুটির তালিকা বহাল রেখে একদিনের বাড়তি ছুটির সুপারিশ নাকচ করা হয়েছে।