ডেমরায় ডিপোয় আগুন লেগে পুড়ল ১৪ ভলভো বাস
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি বাস ডিপোতে লাগা আগুনে সেখানে রাখা লন্ডন এক্সপ্রেসের অন্তত ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে কোনাপাড়ায় ডিপোতে থাকা বেশ কয়েকটি ভলভো বাসে আগুন লাগে।
আগুন নেভাতে যোগ দেয় ডেমরা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। রাত ৯টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকলের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, প্রাথমিকভাবে আমরা এস আলম গ্রুপের ডিপোতে আগুন লাগার খবর পেয়েছি। তবে তদন্তের পরে বিস্তারিত বলতে পারব।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।