তীব্র দাবদাহ শুরু চুয়াডাঙ্গায়, রেকর্ড ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনপদ। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত থাকছে গরমের তীব্রতা। তাপদাহের কারণে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন একটা বের হচ্ছেন না।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২২ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। সূর্যের প্রখরতার কারণে মানুষ ও প্রাণিকুল ওষ্ঠাগত হয়ে উঠছে। সকাল থেকে গরমের তীব্রতা বাড়ছে। শনিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২২ শতাংশ। জেলায় তাপদাহ অব্যাহত থাকবে।
তাপদাহের কারণে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা। সাধারণ মানুষ দরকার ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্তা আনিস আলি বলেন, 'রোদের কারণে মাঠে কাজ করা বেশ কঠিন হয়ে পড়ছে। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। জমিতে সেচ দেওয়ার পর পরই মাটি শুকিয়ে যাচ্ছে। ফসলের ক্ষতি হবে।'