স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের অনেক সিরিজ, টুর্নামেন্ট। কিছুদিন আগে স্থগিত করা হয় এশিয়া কাপ। সোমবার স্থগিতের তালিকায় যুক্ত হলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এদিন বৈঠকের পর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শুধু ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতই নয়, পুরুষদের আগামী দুটি বিশ্বকাপের সময়েও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আসরটি অনুষ্ঠিত হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। সোমবার আইসিসির ভার্চুয়াল সভা শেষে আসরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী বছর অস্ট্রেলিয়াতেই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৪ নভেম্বর। পরের বছর একই সময়ে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও ভারত। এই আসরটিও পিছিয়ে নেওয়া হয়েছে কয়েক মাস। আগের সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারিতে ওয়ানডে বিশ্বকাপ হলে মাঝে মাত্র তিন মাসের ব্যবধান থাকে। এতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে না আয়োজক দেশ ভারত। এ কারণে ওয়ানডে বিশ্বকাপও আট মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আসটির ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।