ভারতের লোকসভা নির্বাচন: দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু, নির্ধারিত হবে রাহুল ও শশীর ভাগ্য
ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শুক্রবার (২৬ এপ্রিল) থেকে। দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হিসেবে বেশ কয়েকটি বড় নাম থাকায় কয়েকটি কেন্দ্রে জমজমাট ভোট যুদ্ধ দেখা যেতে পারে বলে মনে ধারণা করা হচ্ছে।
কেরালা রাজ্যের ওয়ানাড থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রার্থী রাহুল ২০১৯ সালের নির্বাচনেও ওয়ানাড কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন। বিগত নির্বাচনে তিনি উত্তর প্রদেশের আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন। কেরালা রাজ্যের ওয়েনাদ কেন্দ্র থেকে গত নির্বাচনে ৪.৩১ লাখ ভোট পেয়ে জয় পেয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার নির্বাচনের মাঠে আছেন বিজেপির কে সুন্দরন ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) অ্যানি রাজা।
কেরালার তিরুঅনন্তপুরম থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজিপির প্রার্থী রাজীব চন্দ্রশেখর এবং কূটনীতিবিদ ও কংগ্রেসের বর্তমান সাংসদ শশী থারুর। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হিসেবে রয়েছেন পান্নিয়ান রবীন্দ্রন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে যোগীগড়ের মথুরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ও সাবেক বলিউড অভিনেত্রী হেমা মালিনী নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে এ আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেমা। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কংগ্রেসের মুকেশ ধাঙ্গার।
উত্তর প্রদেশের মিরাট থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা অরুণ গোভিল। এ আসনে তার মূল দুই প্রতিদ্বন্দ্বী সপার সুনীতা বর্মা ও বসপার দেবব্রত কুমার ত্যাগী।
রাজস্থানের কোটা থেকে এবারও বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা। ২ বারের সাংসদ ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রহ্লাদ গুঞ্জল।
ছত্তিশগড়ে সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবার রাজনন্দগাঁও কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সেখানে তার প্রতিপক্ষ বিজেপির নেতা সন্তোষ পান্ডে। রাজনন্দগাঁও কেন্দ্র মূলত বিজেপির দুর্গ হিসেবে পরিচিত।
বেঙ্গালুরুর রুরাল কেন্দ্রে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশ কংগ্রেসের প্রার্থী হয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিজেপি-জেডিএস জোটের সিএন মঞ্জুনাথ।