কমছে ডেঙ্গু রোগী
সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও এখন তা ১ হাজার ১৭৯ তে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন।
এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরজুড়ে যত ডেঙ্গু রোগী ছিল, এবার আগস্টের শুরুতেই তা ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশের হাসপাতালে ৬২ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আগস্টের ২৪ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ৮০ জনের ‘ডেথ রিভিউ’প্রক্রিয়া সম্পন্ন করে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ১৪০ ছাড়িয়েছে।
এর আগে ২০০০ সালে সারাদেশে সবচেয়ে বেশি ৯৩ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল।