ভারতের আদানি গ্রিনের সাথে ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করলো শ্রীলঙ্কা
ভারতের আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাথে প্রতিষ্ঠানটির তৈরি দুটি বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (৭ মে) দেশটির মন্ত্রিসভা থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, গ্রিন এনার্জি লিমিটেডকে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৮ দশমিক ২৬ সেন্ট পরিশোধ করবে শ্রীলঙ্কা।
গত ফেব্রুয়ারিতে আদানি গ্রিন এনার্জি শ্রীলঙ্কার মান্নার শহর এবং পুনেরিন গ্রামে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করার মাধ্যমে ৪৮৪ মেগাওয়াট বায়ু শক্তি প্ল্যান্ট নির্মাণ করার অনুমোদন পেয়েছিল। ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বে পরিচালিত আদানি গ্রুপ কলম্বোতে অবস্থিত শ্রীলঙ্কার বৃহত্তম বন্দরে ৭০০ মিলিয়ন ডলারের টার্মিনাল প্রকল্প তৈরিতেও জড়িত।
২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় তীব্র বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি কাটিয়ে উঠতেই দেশটি দ্রুত নবায়নযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়