চ্যাটজিপিটি’র দ্রুতগতির নতুন মডেল আনলো ওপেনএআই, ব্যবহার করা যাবে বিনামূল্যে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/05/15/mira-gpt4o.jpg)
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট 'চ্যাটজিপিটি'র নতুন মডেল নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। 'জিপিটি-৪ও' নামের নতুন মডেলটি আগের 'জিপিটি-৪' এর একটি উন্নত সংস্করণ। এটি চ্যাটজিপিটির আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারবে।
মডেলটির বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। সোমবার (১৪ মে) অনলাইনে সরাসরি সম্প্রচার করা বিশেষ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরতি।
ওপেনএআই একটি ব্লগ পোস্টে জানিয়েছে, 'জিপিটি-৪ও'-এর বিভিন্ন ক্ষমতা ধীরে ধীরে উন্মোচিত হবে। কিন্তু গতকাল থেকেই এর উন্নত টেক্সট ও ইমেজ ক্ষমতাকে কাজে লাগাতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে নতুন মডেলটিকে 'মাল্টিমডেল' হিসেবে উল্লেখ করেছেন। একসাথে অনেকগুলো কাজ করার দক্ষতা আছে নতুন মডেলটির অর্থাৎ ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বর আলাদা করে চিনতে পারবে মডেলটি। 'জিপিটি-৪' মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করার ক্ষমতা সম্পন্ন মডেলটির এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) অর্ধেক খরচে ব্যবহার করা যাবে।
নতুন মডেলটিতে শীঘ্রই আরো কিছু প্রযুক্তিগত বৈশিষ্ট্য যুক্ত করা হবে। এতে 'ভয়েস মোড' সুবিধা যোগ করা হবে যার ফলে এটিকে 'ভয়েস অ্যাসিস্ট্যান্ট' [কম্পিউটার প্রোগ্রাম যেটি কারো সাথে কথোপকথন করতে পারে এবং নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে পারে] হিসেবেও ব্যবহার করা যাবে। বর্তমানে চ্যাটজিপিটিতে 'ভয়েস মোড' সুবিধা থাকলেও এটি একসাথে একটির বেশি নির্দেশনা পালন করতে পারে না।
চ্যাটজিপিটির বিভিন্ন মডেল ওপেনসোর্স পদ্ধতিতে ব্যবহার করতে না দেয়ার জন্য সমালোচিত হয়েছিল ওপেনএআই। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নতুন মডেলের এপিআই প্রোগ্রামারদের জন্য উন্মুক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।
সিইও অল্টম্যান সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের পরে একটি ব্লগ পোস্টে ওপেনএআই-এর এর গতিপথ সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, প্রতিষ্ঠানটি সারা বিশ্বের জন্য নতুন কিছু করার লক্ষ্য নিয়ে হাজির হলেও সম্প্রতি তাদের লক্ষ্য পরিবর্তন হয়েছে।
অল্টম্যান আরো জানিয়েছেন, নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে এপিআইগুলো ডেভেলপার ও তৃতীয় পক্ষের ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, "মনে হচ্ছে আমরা এমন এআই তৈরি করব যেটি অন্যরা বিভিন্ন আশ্চর্যজনক জিনিস তৈরি করতে ব্যবহার করবে, যা আমাদের সবার উপকার করবে।"
'জিপিটি-৪ও' উন্মোচনের আগে গুঞ্জন ছিল গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন সার্চ ইঞ্জিন নিয়ে আসতে পারে ওপেনএআই। আবার কারো ধারণা ছিল, পারপ্লেক্সিটি নামে একটি নতুন 'ভয়েস অ্যাসিস্ট্যান্ট' অথবা সম্পূর্ণ নতুন 'জিপিটি-৫' উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। কিন্তু সব গুঞ্জনকে নাকচ করে দিয়ে 'জিপিটি-৪' এর দ্রুতগতির উন্নত সংস্করণ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি যা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়