বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দিতে চান শান্ত
অধিনায়ক হওয়ায় বসার জায়গাটা মাঝে হলো নাজমুল হোসেন শান্তর। তার দুই পাশে দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন এ দুজন। বর্তমান অধিনায়কের পাশে সাবেক দুই অধিনায়ক, বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনের আসনবিন্যাসটা এর চেয়ে ভালো হতে পারতো না।
অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শান্ত, কিন্তু এই বিশ্ব আসরটি হয়ে যেতে পারে সাকিব ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। কারও কাছ থেকে এমন ইঙ্গিত না মিললেও বয়স, দলের অবস্থা বিবেচনায় এমনই ধারণা করা হচ্ছে। তেমন হলে সাকিব-মাহমুদউল্লাহকে এবার কী দিতে চাইবে দল? শান্ত বললেন, তাদের জন্য বিশ্বকাপ রাঙাতে চাইবে গোটা দল। এতোদিন ধরে খেলে আসা দুই অগ্রজকে ভালো স্মৃতি দিতে চান তারা। শান্তর ভাষায় যেটা উপহার হতে পারে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগে যাওয়া শান্তদের। এর আগে আজ মিরপুর স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর সংবাদ সম্মেলনে দল, বিশ্বকাপ প্রত্যাশাসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন শান্ত।
স্বভাবতই বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার বড় অংশ সাকিব ও মাহমুদউল্লাহ। অভিজ্ঞতায় এ দুজন সবচেয়ে এগিয়ে। সাকিব খেলতে যাচ্ছেন নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭ থেকে প্রতিটা আসরেই খেলেছেন তিনি। ২০০৭ থেকে টানা সাতটি বিশ্বকাপ খেলেছেন মাহমুদউল্লাহ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার পরের আসরে বাদ পড়েন। এই আসরে অধিনায়কত্ব করেন সাকিব।
সাবেক দুই অধিনায়ক এবারের আসরে শান্তর অন্যতম ভরসার নাম। তাদের কাছে কী প্রত্যাশা বর্তমান অধিনায়কের? বাড়তি চাওয়া নেই শান্তর, বললেন, 'সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি বা অতিরিক্ত কিছু চাই না। উনারা যেভাবে পারফর্ম করছে, যার ভূমিকা যেটি, তা করতে পারলে দল অবশ্যই লাভবান হবে। উনাদের যে অভিজ্ঞতা আছে, এটা যদি প্রতিটি ক্রিকেটারের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে আমাদের দলের যে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতির দরকার আছে, ওই জায়গাগুলোয় খুব ভালো অবস্থানে থাকবো।'
সাকিব-মাহমুদউল্লাহর সম্ভাব্য শেষ বিশ্বকাপের আলোচনা উঠলেও তা নিয়ে বেশি কথা বললেন না শান্ত, গেলেন না গভীরেও। শেষ না হলেও তাদেরকে ভালো একটি বিশ্বকাপ উপহার দিতে চান তিনি, 'জানি না, এটা তাদের শেষ বিশ্বকাপ কি না। এটা ধারণা, তবে আমি এই বিষয়ে কিছুই জানি না। তারা এতো লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদেরকে ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদেরকে উপহার দিলাম… অবশ্যই আমাদের তরুণদের দায়িত্ব এটি। সবার মধ্যে এই ব্যাপারটা অবশ্যই থাকেই।'