মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খোলা থাকবে: প্রতিমন্ত্রী
বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি পাঠানো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের 'সেন্ড-অফ প্রোগ্রাম' শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আবারো কোটা পেতে সরকার কাজ করছে। আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আশা করছি, তাদের শ্রমবাজার আমাদের শ্রমিকদের জন্য খোলা থাকবে।"
বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশকে আগামী ৩১ মে'র মধ্যে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য বাধ্যবাধকতা আরোপ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, "মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি পাঠিয়েছি। তবে আমাদের আবেদনের ভিত্তিতে সময় না বাড়ালেও কোনো সমস্যা হবে না কারণ আমরা নির্ধারিত সময়কে লক্ষ্য করেই কাজ করে যাচ্ছি।"
শ্রম অধিকার সংস্থাগুলোর মতে, ২০২১ সালের ডিসেম্বরে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়ার পর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক সেখানে গিয়ে নিজেদের বেকার হিসেবে আবিষ্কার করেছেন।
বর্তমানে ২ হাজার ৫শ রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র ১০০টি এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের দুর্দশার জন্য একটি সিন্ডিকেটকে দায়ী করা হয়েছে।
সরকার প্রায় ৭৯ হাজার টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করলেও বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, দুর্নীতিবাজ সিন্ডিকেট সহ দালাল এবং কিছু নিয়োগকর্তা শ্রমিক প্রতি ৪.৫০ লাখ থেকে ৫ লাখ টাকা করে নিচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন নিয়োগকারী সংস্থা বোয়েসেল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কর্মী নিয়োগ সহজ করার জন্য 'শূন্য-খরচে অভিবাসন' উদ্যোগ চালু করেছে।
সংস্থাটি প্রকল্পের অধীনে ১০ হাজার কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে। তবে বোয়েসেল সূত্রে জানা গেছে, একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট এ উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
২০২২ সালের শেষের দিক থেকে সংস্থাটি বিনা খরচে মাত্র ১ হাজার ৩শ ৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে পেরেছে।
বৃহস্পতিবার (১৬ মে) বোয়েসেল কোন অভিবাসন ব্যয় ছাড়াই ৭৩ জন শ্রমিকের আরেকটি দলকে মালয়েশিয়ায় পাঠিয়েছে। তারা মালয়েশিয়ার ইউনাইটেড প্ল্যান্টেশন নামে একটি কোম্পানিতে কাজ করবে।