'আমরা সিনেমা নিয়ে আলোচনা করতে ভালোবাসি': আমিরের সাথে অভিনয়ের স্মৃতিচারণায় নওয়াজ
বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি আমির খানের সাথে 'সারফারোশ' ও 'তালাশ' সিনেমায় অভিনয় করেছেন। এবার মিস্টার পারফেকশনিস্টের সাথে সেই মধুর স্মৃতির কথাই স্মরণ করলেন তিনি।
নওয়াজ জানান, সিনেমার সেটে ও বাইরে আমিরের সাথে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। তিনি বলেন, "সারফরোশ ও তালাশ উভয় সিনেমাতেই আমিরের সাথে স্ক্রিন শেয়ার করা অসাধারণ এক যাত্রা। সেটের বাইরে আমাদের সম্পর্ক বেশ মজবুত, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ায় পূর্ণ ছিল।"
'সারফারোশ' সিনেমাটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে। নওয়াজ বলেন, "আমিরের ডেডিকেশন ও শিল্পের প্রতি আবেগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের আলোচনা প্রায়শই স্ক্রিপ্ট ও সিনেমার দৃশ্যের বাইরে চলে যায়। আমরা সিনেমা নিয়ে আলোচনা করতে ভালোবাসি।"
জন ম্যাথিউ মাথান পরিচালিত 'সারফারোশ' সিনেমায় আমির পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। যিনি তার বাবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর এবং তার বড় ভাই সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর অপরাধ নির্মূলের শপথ নেয়।
এই প্লট ছাড়াও 'সারফারোশ'-এর আরেকটি বিশেষ দিক ছিল এর সংগীত। সিনেমাটিতে যতীন-ললিত রচিত জগজিৎ সিংয়ের 'হোশ ওয়ালো কো খাবার কেয়া', 'জিন্দেগি মওত না বান জায়ে', 'ইস দিওয়ানে লাডকে কো,' 'জো হাল দিল কা' ইত্যাদির মতো গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি আমির ও নির্মাতারা মুম্বাইয়ে 'সারফারোশ' সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিল। যেখানে পুরো টিম বহু বছর পর একসাথে মিলিত হয়।
এই সময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমির জানান, তিনি এই ক্লাসিক সিনেমাটির সিকুয়েল তৈরির জন্য বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। টিমটি ব্যাপারটি নিয়ে এখন বেশ আগ্রহী।
আমির খান বলেন, "সারফারোশের সিকুয়েল নির্মাণ করা দরকার। আমি সেটা মনে করি। যখন আমরা সিনেমাটি নির্মাণ শেষ করেছিলাম, তখন আমাদের ভাবনায় এটা ছিল। আমি এখন জনকে (সিনেমার পরিচালক) বলি একটা ভালো গল্প লিখতে; যাতে করে আমরা সিকুয়েলটি বানাতে পারি। সেক্ষেত্রে এবার তিনি ব্যাপারটি নিয়ে কাজ করবেন বলেছেন।"
অনুবাদ: মোঃ রাফিজ খান