ডেঙ্গুতে ১৬৯টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করছে আইইডিসিআর
জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৯ জনের মৃত্যু হয়েছে বলে পত্রপত্রিকার তথ্য। সেসব তথ্য বিশ্লেষণের কাজ করছে আইইডিসিআর। এ পর্যন্ত ৮০ জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরএর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অধ্যাপক সেব্রিনা বলেন, আইইডিসিআরএর ডেথ রিভিউ কমিটির পর্যালোচনায় ১৬৯টি মৃত্যু রয়েছে। কমিটি প্রতিটি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত করবে ডেঙ্গুতে প্রকৃতপক্ষে কত জন মারা গেছেন সে বিষয়টি।
তিনি বলেন, ডেথ রিভিউ কমিটি সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এমন রোগীদের তথ্য ও রোগীর রক্তের নমুনা এবং রোগীর পরিবারের ভারবাল অটোপসি সংগ্রহ করে। এভাবে রোগীর মৃত্যু ডেঙ্গুতে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ৬০৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন।