জেমস বন্ডের থিম সং লিখেছিলেন লানা দেল রে, কিন্তু মনোনীত হতে ব্যর্থ হয়
২০১৫ সালে জেমস বন্ড সিনেমার জন্য আবহ সংগীত (থিম সং) রচনা করেছিলেন লানা দেল রে, তবে সে সময় তা প্রত্যাখান করেন সিনেমার প্রযোজকরা। সম্প্রতি লন্ডনে আইভর নভেলো অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে এমনটাই জানান তিনি। খবর বিবিসি'র।
লন্ডনে আইভর নভেলো অ্যাওয়ার্ডসে ব্যাকস্টেজে কথা বলার সময় তাকে জিজ্ঞাসা করা হয়, কখনও জেমস বন্ডের জন্য আবহ সংগীত (থিম সং) রচনার বিষয়টি বিবেচনা করবেন কিনা। জবাবে তিনি বলেন, 'মানে, এটা কীভাবে হলো না?'
তারপর তিনি তার হানিমুন অ্যালবামের 'টুয়েন্টি ফোর' গানটি গেয়ে শোনান এবং বলেন, 'গানটি আমি তাদের জন্যই লিখেছিলাম'।
মুক্তির তারিখ বিবেচনায় গানটি সম্ভবত ড্যানিয়েল ক্রেগের চতুর্থ জেমস বন্ড চলচ্চিত্র স্পেকটারের জন্য রচনা করেছিলেন লানা।
স্পেক্টরের থিমটি শেষ পর্যন্ত স্যাম স্মিথ রেকর্ড করেছিলেন, যিনি পরবর্তীতে ছবির 'রাইটিংস অন দ্য ওয়াল' গানের জন্য অস্কার জিতেন।
লানা ডেল রে হেসে হেসে অবশ্য বলেন, 'স্যাম, ছবিতে দুর্দান্ত কাজ করেছে।'
তবে তিনি এখনও আশা রাখেন যে সামনে হয়ত কোনো জেমস বন্ড ছবির জন্য গান রচনা করবেন তিনি।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন