বরিশালে ঝড়ে ভবন ধসে দুইজন, চট্টগ্রামে দেয়াল ধসে পথচারীর মৃত্যু
ঝোড়ো আবহাওয়ায় বরিশাল নগরে বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ ধসে পাশের একটি খাবারের হোটেলের ওপর পড়ে দুইজনের এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বরিশালে নিহতরা হলেন, হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।
সোমবার (২৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের রুপাতলী লিলি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া এ ঘটনায় গুরুতর আহত অপর হোটেল কর্মচারী সাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ঘটনাস্থলে থাকা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, ভবনের দেয়াল বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের ওপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়েন ঘুমন্ত হোটেল মালিক ও তার দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে চট্টগ্রামে ভবনের দেওয়াল ধসে পড়ে নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম রিদোয়ান (২৬)।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চন্দ্রনগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ের উপর দেওয়াল ধসে পড়ে।
নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভববতি এলাকার বাবুল মিয়ার ছেলে রিদোয়ান বায়েজিদ এলাকার একটি কার্টন কারখানায় কাজ করতেন। সকালে কাজে যাওয়ার সময় দেয়াল চাপায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা টিবিএসকে বলেন, চন্দ্রনগর এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই পথচারীর গায়ে এটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।