ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ- নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। এ নিয়ে মোট ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।
স্প্যানিশ সরকার ফিলিস্তিনের স্বীকৃতি অনুমোদনের আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে `শান্তির একমাত্র পথ'।
আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে মন্ত্রিসভায় ভোটের আগে তিনি এ কথা বলেন।
স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেছেন, মন্ত্রিসভা 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যার 'উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা'।
স্প্যানিশ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে 'ঐতিহাসিক ন্যায়বিচারের একটি বিষয়' বলে অভিহিত করেন।
তিনি বলেন, 'পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। আর এটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম।'
এদিকে নরওয়েও আজ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন, '৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানিয়ে আসছে। আজ নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি নরওয়ে ও ফিলিস্তিনের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।'
আজ মন্ত্রিসভার বৈঠকে আয়ারল্যান্ড সরকারও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'বিশ্বের কথা শোনা এবং গাজার মানবিক বিপর্যয় বন্ধ করার' আহ্বান জানান।
মাল্টা এবং স্লোভেনিয়া জানিয়েছে, তারাও একই পদক্ষেপ নেবে, তবে খুব শিগগিরই নয়।
স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার নেতারা গত মার্চে বলেছিলেন, তারা গাজা যুদ্ধ বন্ধের জন্য একটি 'ইতিবাচক অবদান' হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে ইসরায়েলের মতবিরোধ বেড়েছে। তাই এসব দেশের এমন ঘোষণায় ইসরায়েল মোটেও খুশি নয়।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ স্পেনের প্রধানমন্ত্রীকে ইহুদি 'গণহত্যায় উসকানির অংশীদার' হিসেবে অভিযুক্ত করেছেন।
গত সপ্তাহে ঐতিহাসিক এক পদক্ষেপে ইউরোপীয় তিন দেশ– নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। এ পদক্ষেপে ক্ষোভ ও নিন্দা জানায় ইসরায়েল। নরওয়ে ও আয়ারল্যান্ড থেকে তার রাষ্ট্রদূতদেরও প্রত্যাহার করে নেয় দখলদার রাষ্ট্রটি।
স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের আগে ১৪৪ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।
ইইউয়ের ২৭ সদস্যের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
আর যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারা স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে।
অনুবাদ: রেদওয়ানুল হক