উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট পড়েছে ৩৫ শতাংশের মতো: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৩৫ শতাংশ।
বুধবার (২৯ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 'ভোটার উপস্থিতি ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে। সঠিক পরিসংখ্যান পেতে ২০–২২ ঘণ্টা সময় লাগবে।'
সুষ্ঠু, অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে এবং ভোটগ্রহণকারী কর্মকর্তারা যথেষ্টা ভূমিকা রেখেছেন।
সীমিত পরিসরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, ভোটে কারচুপির চেষ্টার জন্য ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
'সর্বোপরি ভালো ভোট হয়েছে,' বলেন হাবিবুল আউয়াল।
৮৭টি উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ৮৭টি উপজেলা পরিষদে ২৬১টি পদে মোট এক হাজার ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮ মে প্রথম ধাপে ৫৯টি জেলার ১৩৯টি উপজেলা পরিষদে এবং ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫০টির বেশি উপজেলায় চতুর্থ ধাপের ভোট হবে আগামী ৫ জুন।