‘স্থায়ী যুদ্ধবিরতি’ প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল।
শুক্রবার (৩১ মে) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে চলমান সংঘাত অবসানের জন্য ইসরায়েলের একটি নতুন প্রস্তাবনা তুলে ধরেন জো বাইডেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, "এটি স্থায়ী যুদ্ধবিরতির একটি রোডম্যাপ।"
মোট তিনটি ধাপে প্রস্তাবটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপটি ছয় সপ্তাহ স্থায়ী হবে এবং এ ধাপে সম্পূর্ণ যুদ্ধবিরতি থাকবে। পাশাপাশি গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সড়িয়ে নেওয়া হবে।
প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে মহিলা এবং বয়স্ক সহ বেশ কয়েকজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে ইসরায়েলের জেলে থাকা কয়েকশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রদানে কোন বাঁধা থাকবে না।
জো বাইডেন জানিয়েছেন, কাতার ইতোমধ্যেই প্রস্তাবনা নিয়ে বিস্তারিত হামাসকে জানিয়েছে।
শুক্রবার টেলিগ্রামে একটি বিবৃতিতে হামাস 'স্থায়ী যুদ্ধবিরতি' নিয়ে বাইডেনের মন্তব্য এবং গাজা উপত্যকা থেকে [ইসরায়েলি] দখলদার বাহিনী প্রত্যাহার, পুনর্গঠন ও বন্দী বিনিময়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে।
তারা জানিয়েছে, যে কোনো প্রস্তাবে "ইতিবাচক এবং গঠনমূলকভাবে" সাড়া দিতে হামাস প্রস্তুত যদি তাতে যুদ্ধ বিরতি ও ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রতাহারের কথা থাকে এবং ইসরায়েল যদি এটির জন্য "স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয়।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেতানিয়াহু গাজায় বন্দিদের মুক্তির লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য দেশটির আলোচনাকারী দলকে "একটি প্রস্তাব উপস্থাপন করার" অনুমতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, এ পদক্ষেপটি "ইসরায়েলের লক্ষমাত্রা অর্জন না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ হামাসের সামরিক ও শাসন ক্ষমতার উৎস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।"
যুদ্ধ বিরতি প্রস্তাবের দ্বিতীয় ধাপে হামাস এবং ইসরায়েল স্থায়ীভাবে শত্রুতা শেষ করার শর্তে আলোচনা করবে। এ ব্যাপারে বাইডেন বলেছেন, "যতদিন আলোচনা চলতে থাকবে ততদিন যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।" এটিকে তিনি একটি নতুন অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
যুদ্ধ বিরতি প্রস্তাবের তৃতীয় ধাপে গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হবে।
ইসরায়েলে যারা "অনির্দিষ্টকাল" যুদ্ধের জন্য চাপ দিচ্ছেন তাদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতির কারণে ইসরাইল নতুন প্রস্তাব দিতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, প্রস্তাবনার অধীনে প্রতিটি ধাপ ৪২ দিন ব্যাপী স্থায়ী হবে।
এই বছরের শুরুতে একটি যুদ্ধ বিরতি প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় অসুস্থ, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করলে তা ভেঙ্গে পড়ে।
অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে অমান্য করেই গাজার দক্ষিনাঞ্চলীয় শহর রাফাহতে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। গত রবিবার রাফাহতে ইসরায়েলের চালানো বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হলে আন্তর্জাতিক মহলে তা ব্যপক সমালোচনার সৃষ্টি করে।
হামাস গত বৃহস্পতিবার (৩০ মে) জানিয়েছিল, চলমান আগ্রাসনের মধ্যে তারা ইসরায়েলের সাথে আর আলোচনা করবে না। কিন্তু ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে তারা আলোচনা করতে আগ্রহী।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়