ভারতে লোকসভা নির্বাচন: ২৯৫-এরও বেশি আসন পাবে ইন্ডিয়া জোট, দাবি বিরোধীদের
ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের মধ্যেই দিল্লিতে বৈঠক করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। বৈঠক শেষে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, '২৯৫টিরও বেশি আসন পাবে ইন্ডিয়া জোট। সব নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা সেই সংখ্যাটা পেয়েছি।'
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, '২৯৫টির বেশি আসন জিততে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপি এককভাবে ২২০টির মতো আসনে জিততে পারে। এনডিএ জোট পেতে পারে ২৩৫টি আসন।'
প্রধানমন্ত্রী কে হবেন তা ৪ জুন ঠিক করা হবে বলেও জানান কেজরিওয়াল।
জোটের বৈঠকের পর সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, 'উত্তরপ্রদেশে সব জেতা আসনে হেরে যাবে বিজেপি। বেশিরভাগ আসনেই জিতবে ইন্ডিয়া জোট।'
একই কথা বলেন বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। তিনিও ২৯৫টিরও বেশি আসন পাওয়ার বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। একাই ৩০৩টি আসন জিতেছিল দলটি। এনডিএর সঙ্গে মিলে মোট আসন সংখ্যা দাঁড়ায় ৩৫৩টি। সেখানে মাত্র ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস।