৫২ আসন থেকে বেড়ে ৯৯; বিজেপির বিরুদ্ধে কতটা ভালো করলো কংগ্রেস?
ভারতের ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন ছিল ৫২টি। সেটি এবারের লোকসভা নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে ৯৯-এ।
২০১৯ সালের তুলনায় এবার অবশ্য কংগ্রেসের ভোটের হার বেড়েছে সামান্যই; মাত্র ১.৭ শতাংশ। সেক্ষেত্রে এত সংখ্যক আসনে কীভাবে কংগ্রেস জিতলো তা নিয়ে চলছে আলোচনা।
মূলত এবারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস তুলনামূলক ভালো করেছে। দলটি এবার অধিকাংশ আসন সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করেই জিতেছে।
কংগ্রেস এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়েছে ২১৫টি আসনে। তার মধ্যে বিজেপি জয়ী ১৫৩টি আসনে। ওদিকে কংগ্রেস জিতেছে ৬২ আসনে।
শুধু বিজেপি ও কংগ্রেস যেখানে সামনাসামনি, সেই সব আসনের মধ্যে বিজেপির ভোটের হার ৫১ শতাংশ। এদিকে সেই সব আসনে কংগ্রেসের ভোটের হার ৪০.৯ শতাংশ।
অর্থাৎ, বিজেপি থেকে ভোটের হারের নিরিখে কংগ্রেস অনেকটাই পিছিয়ে। এমনকি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় আসনের সংখ্যাতেও কংগ্রেস পিছিয়ে। তবে গতবারের তুলনায় কংগ্রেসের অবস্থা এবার নিঃসন্দেহে অনেক ভালো।
কংগ্রেস ২০১৯ সালে পেয়েছিল ১৯.৫ শতাংশ ভোট। আর ২০২৪ সালে সেই ভোটের হার বেড়ে হয়েছে ২১.২ শতাংশ।
বিজেপির থেকে অনেক পিছিয়ে থাকলেও নির্বাচনের ফল কংগ্রেসকে নতুন করে আশা জুগিয়েছে। এমনকি সরকার গঠনের একটি ক্ষীণ সম্ভাবনাও আছে তাদের সামনে।