ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহী: প্রাবোও সুবিয়ান্তো
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (নির্বাচিত) প্রাবোও সুবিয়ান্তো শনিবার (১ জুন) বলেছেন, তার দেশ গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজন হলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহী।
এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনের শাংরি-লা সংলাপে বক্তৃতা দিতে গিয়ে প্রাবোও বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের যে প্রস্তাব দিয়েছেন তা সঠিক একটি পদক্ষেপ।
তিনি বলেন, "প্রয়োজন হলে এবং জাতিসংঘ অনুরোধ করলে আমরা এ সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর রাখতে ও এটি পর্যবেক্ষণ করার পাশাপাশি সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে অবদান রাখতে প্রস্তুত।"
৭২ বছর বয়সী প্রাবোও স্পেশাল ফোর্সের জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অক্টোবরে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিবেন তিনি।
তিনি বলেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো তাকে নির্দেশ দিয়েছেন যে ইন্দোনেশিয়াও গাজা থেকে "এক হাজার রোগীকে সরিয়ে নিতে এবং চিকিৎসা সেবা দিতে প্রস্তুত"।
ইন্দোনেশিয়ার একটি এনজিও দ্বারা পরিচালিত গাজার ইন্দোনেশিয়া হাসপাতাল যুদ্ধের মধ্যে নভেম্বরে বন্ধ হয়ে যায়।
প্রাবোও বলেন, গাজার রাফাহ এলাকায় মানবিক বিপর্যয়ের একটি বড় তদন্তের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতির একটি "ন্যায্য সমাধান" প্রয়োজন।
তিনি বলেছেন, "এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয়, ফিলিস্তিনি জনগণের নিজস্ব মাতৃভূমিতে, নিজস্ব রাষ্ট্রে ও শান্তিতে বসবাস করার অধিকারও।"