টমি শেলবি হয়ে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিনেমায় ফিরছেন কিলিয়ান মার্ফি
'পিকি ব্লাইন্ডার্স'দের নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমায় টমি শেলবির চরিত্রে কিলিয়ান মার্ফি ফিরবেন বলে নিশ্চিত করেছে নেটফ্লিক্স।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র সঙ্গে মিলে সিনেমাটি তৈরি করছে নেটফ্লিক্স। স্টিভেন নাইটের চিত্রনাট্যে সিনেমার পরিচালক হিসেবে থাকবেন টম হার্পার।
এ বছর ওপেনহাইমার-এর জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন কিলিয়ান। পিকি ব্লাইন্ডার্সদের নিয়ে আসন্ন সিনেমাটি তিনি সিরিজটির ভক্তদের উৎসর্গ করেছেন।
'টমি শেলবির সঙ্গে আমার হিসেব এখনো শেষ হয়নি বলে মনে হচ্ছে। এটা আমাদের [পিকি ব্লাইন্ডার্স] ভক্তদের জন্য,' এক বিবৃতিতে বলেন এ অভিনেতা।
প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যের বার্মিংহামের পিকি ব্লাইন্ডার্স নামক অপরাধী গোষ্ঠীকে নিয়ে তৈরি করা হয়েছে মূল সিরিজটি। ২০২২ সালের এপ্রিলে ষষ্ঠ সিজনের মাধ্যমে সিরিজটি শেষ হয়। তখন স্টিভেন নাইট বলেছিলেন, তিনি সিরিজের গল্পটি 'অন্য রূপে' চালিয়ে নিতে চান।
টম হার্পার ২০১৩ সালে সিরিজটির প্রথম সিজনের এপিসোড পরিচালনা করেছিলেন। 'পিকি ব্লাইন্ডার্স'দের নিয়ে সিনেমা হচ্ছে দেখে যারপরনাই খুশি বলে উল্লেখ করেছেন এ নির্মাতা।
এ বছরের শেষদিকে সিনেমাটির নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে। সিরিজের গল্পকে ধরেই এগিয়ে যাবে সিনেমাটি।
১৯১৯ থেকে ১৯৩৪ সালে বার্মিংহামের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটপরিবর্তনের সময় পিকি ব্লাইন্ডার্সদের কর্মকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে সিরিজটির গল্প।