মোবাইল চুরি করে পালাতে গিয়ে গুলশান লেকে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশান লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন শরিফ আহমেদ (২৭) নামে এক যুবক। পুলিশ জানিয়েছে, গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে লেকের পানিতে ঝাঁপ দিয়ে নিখোজ হন ওই যুবক। প্রায় ছয় ঘণ্টা পর লেকে তার মরদেহ ভেসে উঠে।
গুলশান থানার উপপরিদর্শক আজিজুল বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় শরিফুল গুলশান লেকে ঝাঁপ দিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকেল চারটার পরে শরিফুলের তার মরদেহ উদ্ধার করা হয় জানিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, 'মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া দেয়। এ সময় গণপিটুনি থেকে বাঁচতে শরিফ লেকে ঝাঁপ দেন। অনেক দূর পর্যন্ত সাঁতরানোর পরে হয়তো আর কুলাতে পারেননি। তাই ডুবে মারা গেছেন।'
পুলিশ জানিয়েছে, শরিফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে প্রায় পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে তার মরদেহ খোঁজে।
জানা গেছে, শরিফ ঢাকার করাইল বস্তিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা।