নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/08/img_20240608_092244.jpg)
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন সাজিয়ে বসেছে চমকের পসরা। একের পর এক বড় দল বধ করে চলেছে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো। যার সর্বশেষ উদাহরণ নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়। তাও আবার যেনতেন জয় নয়, রীতিমতো বিধ্বস্ত হয়েছে কিউইরা। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল উগান্ডার বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছিলেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান। বল হাতে আগুন ঝরিয়েছিলেন ফজলহক ফারুকি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক একই চিত্রনাট্য অনুসরণ করে জিতেছে রশিদ খানের দল, ঠিক যেন দেজাভ্যু!
আফগানিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারুকি আর রশিদের তোপে পড়ে কিউইরা। ম্যাচে চারটি করে উইকেট নিয়েছেন ফারুকি এবং রশিদ। বাকি দুটি পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার শুরুটা করেন ফারুকি।
প্রথম চার ব্যাটসম্যানের তিনজনকেই আউট করেন এই বাঁহাতি পেসার। তার বোলিং তোপে ৩৩ রানে চার উইকেট হারিয়ে পরাজয় দেখতে থাকে কেন উইলিয়ামসনের দল। নিজে নয় রানের বেশি করতে পারেননি কিউই অধিনায়ক।
আফগানিস্তানের জয়ের বাকি কাজটুকু সারেন রশিদ ও নবি। নবম ওভারে প্রথম দুই বলে মার্ক চ্যাপমান ও মাইকেল ব্রেসওয়েলকে পর পর ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পাওয়া রশিদ কিউইদের ম্যাচ থেকেই ছিটকে দেন।
হ্যাটট্রিক করতে না পারলেও পরে আরও দুটি উইকেট নিয়ে দলকে ৭৫ রানের বড় জয় এনে দেন তিনি। মাঝে ১৬ রানে দুই উইকেট নেওয়া নবির শিকার মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। চার উইকেট নিতে সমান ১৭ রান করে খরচ করেছেন রশিদ-ফারুকি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উগান্ডা ম্যাচের মতো আজও দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। আগের ম্যাচে ১৫৪ রানের জুটি গড়া গুরবাজ-ইব্রাহিম জাদরান আজও সেঞ্চুরি রানের জুটি গড়েছেন। আজ দুজনের ১০৩ রানের জুটিতে আফগানরা বড় রানের সংগ্রহই দেখছিল।
তবে ব্যক্তিগত ৪৪ রানে ইব্রাহিম আউট হওয়ার পর রানের গতি কমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন গুরবাজ। সমান পাঁচটি করে চার-ছয় মেরেছেন এই ওপেনার। কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও হেনরি।