নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া
প্রথম দুই ম্যাচে ওমান, ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছিল অস্ট্রেলিয়া। আজ নামিবিয়াকে বিধ্বস্ত করে তা নিশ্চিত করল অজিরা। নামিবিয়ার দেওয়া মাত্র ৭৪ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া পার হয়েছে ৮৬ বল ও ৯ উইকেট হাতে রেখে।
শেষ দুই ম্যাচে নিজেদের টপ অর্ডারের ব্যাটিং শক্তির প্রদর্শনী দেখাল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছে অজিরা। আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নতুন রেকর্ডটি করেছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।
৭৪ রানের লক্ষ্য তাড়ায় হেড অপরাজিত থাকেন ১৭ বলে ৩৪ রান করে। ওয়ার্নার করেছেন ৮ বলে ২০ রান। অধিনায়ক মিচেল মার্শ অপরাজিত থাকেন ৯ বলে ১৮ রান নিয়ে।
এর আগে টস হেরে ব্যাট করে এডাম জাম্পার ঘূর্ণিজাদুতে ৭৩ রানে গুটিয়ে যায় নামিবিয়া। অজি লেগ স্পিনার জাম্পা মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন হ্যাজলউড ও স্টয়নিস।
৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টের পাশাপাশি অজিদের নেট রানরেট + ৩.৫৮০। ওমানের পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের গ্রুপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে নামিবিয়ার। নামিবিয়া ও ওমানের পয়েন্ট ২ ও ০। দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের সমান ৫ পয়েন্ট করার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। ইংল্যান্ডের শেষ দুই ম্যাচ নামিবিয়া ও ওমানের বিপক্ষে।