স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু স্বাগতিক জার্মানির
ফেবারিটের মতোই ইউরো শুরু করল জার্মানি। মিউনিখের আলিয়াঞ্জ এরেনাতে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। আর এতে অন্যদের এক বার্তা দিয়ে রাখল জুলিয়ান নাগলসমানের দল।
উদ্বোধনী ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। নিজেদের শক্তিমত্তা দেখিয়ে স্কটিশদের সঙ্গে ছেলেখেলা করেছেন নাগলসমানের শিষ্যরা। আর স্বাগতিকদের বড় জয় ইউরোর শুরুটাকে করেছে বর্ণিল।
ম্যাচের একদম শুরু থেকেই স্কটল্যান্ডকে চেপে ধরে জার্মানি। একের পর আক্রমণে ব্যস্ত হয়ে ওঠে স্কটিশদের রক্ষণভাগ। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জার্মানদের। ১০ মিনিটে কিমিখের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া ভিয়েরটজের শট স্কটল্যান্ড গোলরক্ষকের হাতে লাগলেও থামানো যায়নি।
১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। বক্সের মধ্যে থেকে গোলপোস্টের ছাদের দিক বরাবর বল পাঠান এই মিডফিল্ডার। এর কিছুক্ষণ পরই মুসিয়ালাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি, যদিও ভিএআর বক্সের বাইরে ফাউল হয়েছে বলে রায় দেয়।
তবে ৪১ মিনিটে আর ঠেকানো যায়নি জার্মানিকে। এবার পেনাল্টি পায় তারা, গুন্দোগানকে বিপদজনক ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের পর্টিয়াস। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জার্মানি। চতুর্থ গোলটি আসে বদলি নামা ফুল্করাগের পা থেকে। বুলেট গতির শটে জালের ঠিকানা খুঁজে নেন এই স্ট্রাইকার। এরপর অবশ্য জার্মানির রক্ষণের ভুলে সান্ত্বনা সূচক গোল পায় স্কটল্যান্ড। বক্সের ভেতর তালগোল পাকিয়ে আত্মঘাতী গোল করে বসেন জার্মান ডিফেন্ডার রুডিগার।
ম্যাচের একেবারে শেষ শটে জার্মানির পঞ্চম গোলটি আসে। বক্সের বাইরে থেকে বুদ্ধিদীপ্ত শটে স্কটিশ গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা এমরে চান। ৫-১ গোলের বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে জুলিয়ান নাগলসমানের দল।