উগান্ডাকে গুঁড়িয়ে প্রথম জয় নিউজিল্যান্ডের
বিশ্বকাপে যেন রেকর্ড গড়ার জন্যই এসেছে উগান্ডা, তবে সেগুলো কোনো ভালো রেকর্ড নয়। বরং নেতিবাচক সব রেকর্ডেই নিজেদের নাম লিখিয়ে চলেছে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া দলটি। আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩৯ রানে অলআউট হয়েছিল উগান্ডা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রায় স্কোর তাড়া করে ফিরেছে উগান্ডাকে। তবে শেষ পর্যন্ত ১ রান বেশি করে রক্ষা। ত্রিনিদাদে কিউইদের বিপক্ষে উগান্ডা করতে পেরেছে ৪০, বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নিউজিল্যান্ড এই মামুলি রান তাড়ায় খুব বেশি সময় নেয়নি। কিউইরা ৪১ রান তুলেছে ৯ উইকেট আর ৮৮ বল হাতে রেখে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে নিউজিল্যান্ড জিতেছে দুই বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের অসাধারণ নৈপুণ্যে। প্রথম ওভারেই উগান্ডার দুই উইকেট তুলে নিয়ে শুরুটা করেন বোল্ট। তবে উইকেটসংখ্যায় বোল্টকে ছাড়িয়ে যান সাউদি। ডানহাতি এ পেসার ৪ ওভার বল করে একটি মেডেন সহ মাত্র ৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের স্পেলে এটি সেরা ইকোনমির রেকর্ড। সাউদি ভেঙেছেন উগান্ডারই ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড, যিনি এবারের বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ২ মেডেনসহ ৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। বোল্ট ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রানে নেন ২ উইকেট।
আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড বাড়ি ফেরার আগে আর একটি ম্যাচ খেলবে। ১৭ জুনের সেই ম্যাচে কিউইদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।