জাল সার্টিফিকেশনের টাইটানিয়াম ধাতুর যন্ত্রাংশ কিনেছিল বোয়িং ও এয়ারবাস
বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এবং এয়ারবাস তাদের জেট বিমানে জাল সার্টিফিকেশনের টাইটানিয়াম ধাতু ব্যবহার করেছে বলে শুক্রবার (১৪ জুন) স্বীকার করেছে।
কিন্তু সংস্থা দুটির যেসব বিমান বর্তমানে বিভিন্ন ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর টাইটানিয়ামের সার্টিফিকেশনে কোন ত্রুটি নেই বলে আশ্বস্ত করা হয়েছে।
সংস্থাগুলো স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে ফিউজেলেজ এবং উইংস (বিমানের ডানা) কিনেছে। কানসাস ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সময় সরবরাহ করা আর কিছু যন্ত্রাংশে ত্রুটি পাওয়া গেছে।
চীন থেকে আগত টাইটানিয়াম ধাতুর সার্টিফিকেশন জাল ছিল যা বোয়িং এবং এয়ারবাস স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে কিনে তাদের বিমানে ব্যবহার করেছে।
মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান শিল্প ইতোমধ্যেই উৎপাদন সরঞ্জাম আমদানি করতে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত সময় ব্যয় করে। নতুন করে বোয়িং এবং এয়ারবাসের মত নামি সংস্থার ব্যবহৃত টাইটানিয়াম ধাতুর সার্টিফিকেশন জাল থাকা শিল্পটির জন্য আরেকটি বড় ধাক্কা।
টাইটানিয়াম বিমানের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। বিমানের ল্যান্ডিং গিয়ারসহ জরুরি যন্ত্রাংশ তৈরিতে এটি ব্যবহৃত হয়। নিউ ইয়র্ক টাইমস এর তথ্য, চীন থেকে জাল সার্টিফিকেটের টাইটানিয়াম ২০১৯ সালে সরবরাহ করা হয়েছিল।
জানুয়ারিতে বোয়িং এর একটি বিমানের দরজার প্যানেল ভেঙে যাওয়ার পরে বোয়িং এবং স্পিরিট অ্যারোসিস্টেম এর বিরুদ্ধে তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর প্রশাসক মাইক হুইটেকার বলেছেন, স্পিরিট অ্যারোসিস্টেম এর সাথে বোয়িংয়ের ভালো সমঝোতা ছিল। একটি অডিট থেকে জানা গেছে, উভয় সংস্থাই উৎপাদন এবং যন্ত্রাংশের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
মার্কিন সিনেটর চাক দরজার প্যানেল ভেঙে যাওয়ার বিষয়ে বোয়িং এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর গাফিলতি আছে কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
বোয়িং নিজেদের সরবরাহ করা প্লেন থেকে ত্রুটিপূর্ণ টাইটানিয়াম যন্ত্রাংশ সরিয়ে ফেলবে বলে জানিয়েছে। কিন্তু বর্তমানে সংস্থাটি সরবরাহ বন্ধ করেনি।
স্পিরিট অ্যারোসিস্টেম বোয়িং এবং এয়ারবাসের যন্ত্রাংশ তৈরি করে। এয়ারবাস পরীক্ষার পর এটির এ২২০ বিমানের নিরাপত্তা নিশ্চিত করেছে।
সার্টিফিকেশন জাল থাকার বিষয়ে এবং এর প্রভাব কতখানি তা এফএএ তদন্ত করে দেখছে যেটিকে বোয়িং স্বাগত জানিয়েছে।
বোয়িং জানিয়েছে, এর বেশিরভাগ টাইটানিয়াম যন্ত্রাংশের সার্টিফিকেশনে কোনো ত্রুটি নেই।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়