আজ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে স্থায়ীভাবে পেসমেকার বসানোর একদিন পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ।
সোমবার (২৪ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রবিবার সন্ধ্যায় তার (খালেদার) হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের এক সদস্য জানান, পেসমেকার বসানোর পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি, তার অবস্থা স্থিতিশীল।
তিনি বলেন, 'তারা আজ নতুন স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে তার অবস্থা মূল্যায়ন করবেন এবং চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করবেন।'
এর আগে গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা সমাধানে পেসমেকার বসানো হয়।
এভারকেয়ার হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক সফলভাবে খালেদা জিয়ার বুকে পেসমেকার বসিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার হার্টের আগে তিনটি ব্লক ছিল।
এক চিকিৎসক বলেন, 'পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ড তার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে।'
২০২২ সালের ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। তার একটি ধমনী ৯৫ শতাংশ ব্লক হয়ে গিয়েছিল এবং সে সময় স্টেন্ট বসানোর মাধ্যমে চিকিৎসা করা হয়।
পেসমেকার হলো একটি ছোট বৈদ্যুতিক ডিভাইস যা কারও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য বুকে বসানো হয়। এটি ব্যবহার করা হয় যখন হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর বা হার্টের প্রাকৃতিক বৈদ্যুতিক সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করেছে এমন অন্য কোনও সমস্যার কারণে হার্ট খুব দ্রুত, খুব ধীরে বা অনিয়মিতভাবে স্পন্দিত হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলশানের নিজ বাসভবন 'ফিরোজা'য় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করা হয়, যেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।