মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ
ছাগলকাণ্ড নিয়ে আলোচিত-সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর সাবেক সদস্য মতিউর রহমানকে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ করতে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
আজ সোমবার (২৪ জুন) সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে এ চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, মো. মতিউর রহমানকে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অপসারণের সুপারিশসহ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
একইসঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে মতিউর রহমানের স্থলে অর্থবিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে নতুন পরিচালক নিয়োগ দিয়ে পৃথক চিঠিও সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। আবু ইউসুফ তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি তিন বছরের জন্য মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর আগে গতকাল রোববার এক প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে মতিউরকে অব্যাহতি দেওয়া হয়। তাকে দায়িত্ব থেকে সরিয়ে, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সামাজিক মাধ্যমেও এনিয়ে আলোড়ন তৈরি হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তির বিষয় আলোচনায় উঠে আসতে শুরু করে।