পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে 'শরীফার গল্প'
৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবই থেকে 'শরিফার গল্প' বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
আগামী বছরের জন্য যে নতুন পাঠ্যবই ছাপানো হবে তাতে এ গল্পের জায়গায় নতুন একটি গল্প রাখা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
'শরীফার গল্প' মূলত সমাজে একজন তৃতীয় লিঙ্গ বা 'হিজড়া' ব্যক্তি কি ধরনের অভিজ্ঞতা ও প্রতিকূলতার মুখোমুখি হন তা আলোচনা করে।
তবে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন প্রভাষক আসিফ মাহতাব পাঠ্যপুস্তকে গল্পটি অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়ে বলেছিলেন, এই 'গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের হিজড়া এবং সমকামী ধারণার সাথে পরিচয় করানো হচ্ছে।' তখন গল্পটি নিয়ে আলোচনা শুরু হয়।
আসিফ মাহতাবের পাঠ্যপুস্তকের পাতা ছিঁড়ে ফেলার (যেটিতে গল্পটি অন্তর্ভুক্ত ছিল) একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছিল তখন।
২৩ জানুয়ারি সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, গল্পে কোনো অসংগতি পাওয়া গেলে তা সংশোধন করা হবে।
পরবর্তীতে 'শরীফার গল্প' পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার লক্ষ্যে ২৪ জানুয়ারি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই পাঠ্যবই থেকে 'শরীফার গল্প' বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।