এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই স্থগিত
কয়েক মাস পেরিয়ে গেলেও করোনাভাইরাসের প্রভাব কমছে না। সবকিছু চূড়ান্ত করেও আবার থমকে যেতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
করোনাভাইরাসের প্রকোপে গত মার্চে বিশ্বের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এরপর একে এক স্থগিত হতে থাকে বিভিন্ন টুর্নামেন্ট। কয়েক মাস পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় অক্টোবর-নভেম্বর থেকে বাছাইপর্বের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।
ঘোষণা দিয়েও সেই মোতাবেক ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। স্থগিত হওয়া বাছাইপর্বের ম্যাচগুলো ২০২১ সালে অনুষ্ঠিত হবে। নতুন সূচিও আগামী বছর চূড়ান্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা।
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচের প্রস্তুতির জন্য কিছুদিন আগে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। গত ৫ আগস্ট গাজীপুরের সারাহ রিসোর্টে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।
ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। পরীক্ষা করিয়ে কঠিন অবস্থার মধ্যে পড়ে যায় বাফুফে। প্রথম দুই দফায় ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জন করোনা পজিটিভ হন। কয়েকজন ক্রিকেটার যোগ দেন ক্যাম্পে। ফিফার ঘোষণার পর কয়েক ঘণ্টা পর ক্যাম্প স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী অক্টোবর থেকে কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা শুরু হওয়ার কথা ছিল। ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরুর কথা ছিল বাংলাদেশের।