এমপি আজীম হত্যাকাণ্ডে সরাসরি জড়িতরা গ্রেপ্তার হলেও মোটিভ জানা যায়নি: ডিবি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ এখনও মোটিভ উদঘাটন করতে পারেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি মহাপরিচালক হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, 'এমপি আজীম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন সরাসরি জড়িত ছিলেন, বাকিরা পরিকল্পনায় সহযোগিতা করেছেন।'
তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে দুজনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি সাতজনকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন বলেন, ঠিক কী কারণে এই এমপিকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, 'হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনই বলা যাচ্ছে না। অর্থ, ব্যবসায়িক ও রাজনৈতিক কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।'
অন্যদিকে, গত বুধবার এমপি আজীম হত্যার ঘটনায় খাগড়াছড়ির পটল কালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজি নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
হারুন বলেন, গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি।