ক্লাসেন-মিলারের ব্যাটে আশায় দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক ফিরে গেলে চাপ বাড়ে, তবে উইকেটে গিয়ে মুহূর্তেই মানিয়ে নেন ডেভিড মিলার। অন্য প্রান্তে হেনরিখ ক্লাসেন ততোক্ষণে থিতু হয়ে গেছেন। মিলার একটি চার ও ছক্কা মারতেই যেন সাহস পেয়ে গেলেন ক্লাসেন। অক্ষর প্যাটেলের করা ১৫তম ওভারে ঝড় বইয়ে দিলেন তিনি।
২ চার ও ২ ছক্কাসহ অক্ষরের ওভার থেকে তুললেন ২৪ রান, কমে এলো বল-রানের ব্যবধানও। ১৫ ওভার শেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪৭ রান। ৩০ বলে ৩০ রান দরকার তাদের। ক্লাসেন ২২ বলে ৪৯ ও মিলার ৭ বলে ১৪ রানে ব্যাটিং করছেন।
ডি কক-ক্লাসেনের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা
শুরুর চাপ সামলে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৫৮ রান যোগ করেন তারা। কিন্তু এই জুটি ভেঙে প্রোটিয়াদের চাপ বাড়িয়েছেন ব্যাট হাতেও অবদান রাখা ভারকের অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
শিরোপার লড়াইয়ে ১০ ওভার শেষে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮১ রান। ডি কক ৩০ ও হেনরিখ ক্লাসেন ৮ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৬০ বলে ৯৬ রান দরকার প্রোটিয়াদের।
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪২ রান তুললো দক্ষিণ আফ্রিকা
ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে শুরুর ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিচ্ছেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪২ রান তোলা প্রোটিয়ারা ৭ ওভারে তুলেছে ৪৯ রান। ডি কক ২১ ও স্টাবস ১৮ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৭৮ বলে ১২৮ রান দরকার দক্ষিণ আফ্রিকার।
তিন ওভারেই দুই উইকেট নেই দক্ষিণ আফ্রিকার
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার স্বাদ নিতে রেকর্ড গড়ে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাটিং করে ১৭৬ রান তুলেছে ভারত, যা আসরটির ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। এমন রান তাড়ায় তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা।
প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রিজা হেনড্রিকসকে হারায়। তার স্টাম্প উপড়ে নেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। পরের ওভারে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ফিরিয়ে দেন ভারতের আরেক পেসার আর্শদীপ সিং।
৪ ওভার শেষে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২২ রান। কুইন্টন ডি কক ১০ ও ট্রিস্টান স্টাবস ২ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৯৬ বলে ১৫৫ রান দরকার দক্ষিণ আফ্রিকার।