জিপিএ-৫ যুগের সমাপ্তি: ইংরেজি লেটার গ্রেড দিয়ে প্রকাশিত হবে এসএসসির রেজাল্ট
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আর গ্রেড পয়েন্ট গড় ১-৫ স্কেলের অধীনে মূল্যায়ন করা হবে না। এর বদলে এখন থেকে ইংরেজি অক্ষর গ্রেড দিয়ে ফলাফল প্রকাশ করা হবে।
গতকাল সোমবার (১ জুলাই) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় নতুন মূল্যায়ন কাঠামো অনুমোদন দেওয়া হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান বলেন, 'নতুন শিক্ষাক্রমে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু ইংরেজি অক্ষর দিয়েই গ্রেড নির্ধারণ করা হবে।'
তিনি বলেন, 'আগে আমরা 'অনন্য', 'প্রারম্ভিক'-এর মতো বিভিন্ন বিশেষণ ব্যবহার করে গ্রেড ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ বিষয়টি সবার অজানা।'
এর আগে, কমিটি আসন্ন নতুন পাঠ্যক্রমের জন্য জিপিএ-৫ এর পরিবর্তে সাতটি স্কেল দিয়ে এসএসসি ফলাফল মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে, আরও ভালোভাবে বোঝার জন্য ইংরেজি অক্ষর দিয়ে গ্রেড চিহ্নিত করা হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যান বলেছেন, এছাড়া এর পরের সভায় শিক্ষার্থীরা যে বিষয়ে ফেল করেছে সে বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি প্রস্তাব পাস করা হয়েছে।'
তিনি বলেন, কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়, তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বিষয়ে পাস করতে হবে। আর তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া যাবে না।