ওয়েব সিরিজ 'অভয় ২'-এ বিপ্লবী ক্ষুদিরাম বসু দাগী আসামি! ক্ষমা চাইল প্রযোজনা প্রতিষ্ঠান জিফাইভ
ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'অভয় টু (Abhay2)'। কুনাল খেমু অভিনীত এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের একটি দৃশ্যে দেখা যায় থানায় মোস্ট ওয়ান্টেডের বোর্ডে ঝোলানো রয়েছে উপমহাদেশের ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ছবি।
এরপর থেকেই গত দুদিনে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। বাঙালি তথা গোটা ভারতের প্রণম্য, বিপ্লবী বীরের এই অপমান মেনে নেননি ভারতীয় বাঙ্গালিরা। টুইটারে ক্ষোভ জানান তারা।
এখানেই প্রতিবাদ থামেনি। কলকাতার কলেজ স্ট্রিটে প্রতিবাদে পথে নামে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (স্যোশালিস্ট ফ্রন্ট অফ ইন্ডিয়া)। কলেজস্ট্রিট মোড়ে জি সংস্থার কর্ণধার সুভাষচন্দ্র গোয়েঙ্কার কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এমনকি পুলিশে অভিযোগ জানানোর কথাও বলা হয় একাধিক সংগঠনের পক্ষ থেকে।
অবশেষে চাপের মুখে পড়ে নতিস্বীকার করতে বাধ্য হল জিফাইভ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সোমবার রাতে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে তারা। প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়, 'আমরা অভয় ২-এর ওই দৃশ্যের ছবিটি বদলে দিয়েছে। এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত এবং আমরা ক্ষমাপ্রার্থী। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমরা ভারতীয় ব্র্যান্ড হিসাবে গর্বিত। এবং শুরু থেকেই আমরা একাধিক শো এবং কনটেন্ট হাজির করেছি যা আমাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে তুলে ধরে। আমরা অনুরোধ করছি এর মধ্যে কোনরকম রাজনীতির রঙ লাগাবেন না এবং আমাদের এই নিঃশর্ত ক্ষমা গ্রহণ করুন। আমরা আশা রাখছি দর্শকরা ভবিষ্যতেও তাঁদের বিশ্বাস এবং ভরসা আমাদের উপর বজায় রাখবেন বৃহত্তর প্রেক্ষাপটে'।
জিফাইভ ক্ষমা চাইলেও অনেকেই হতবাক এইরকম একটা ভুল কীভাবে নজর এড়িয়ে গেল গোটা টিমের। কারণ এই ছবির পরিচালক কেন ঘোষ, প্রবাসী বাঙালি। এছাড়াও এই সিরিজের সঙ্গে বহু বাঙালি যুক্ত রয়েছে। অভিনয় করেছেন বিদিতা বাগ, সন্দীপা ধর, লেখকদের মধ্যে রয়েছেন পুশন মুখার্জি, স্মিতা মুখার্জি। প্রশ্ন উঠছে, সেট ডিজাইনিং বা পোস্ট প্রোডাকশনের সময় কারও চোখে মারাত্মক এই ভুল পড়ল না? নাকি দেখেও এড়িয়ে গিয়েছেন তারা?
সূত্র: হিন্দুস্তান টাইমস