বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ মে মাসে কমেছে ১০ শতাংশ
বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিরা চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৪৫৬ কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলে ব্যয় করা ৫০৬ কোটি টাকার তুলনায় ৯ দশমিক ৯৪ শতাংশ কম।
বাংলাদেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনও ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এপ্রিলে দুই হাজার ৭৮৩ কোটি টাকা লেনদেনের তুলনায় মে মাসে লেনদেন হয়েছে দুই হাজার ৭৪২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ শতাংশ বাংলাদেশি ব্যাংকের ইস্যুকৃত ক্রেডিট কার্ড মে মাসে বিভিন্ন দেশে ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসি, পোশাকের দোকান থেকে পণ্য কিনতে ও পরিবহন সেবা নিতে ব্যবহার করা হয়েছে।
এসবের পেছনে বাংলাদেশিরা ব্যয় করেছেন প্রায় ২৫৮ কোটি টাকা।
ক্রেডিট কার্ড খরচের ধাঁচ বিশ্লেষণে করে দেখা যায়, এসব লেনদেনের প্রায় ৭৭ শতাংশ ভিসা কার্ড, ১৩ শতাংশ মাস্টারকার্ড ও ৮ দশমিক ৪৭ শতাংশ আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করে করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ডলার খরচ করেছেন ভারতে। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া ও অন্যান্য দেশ।