যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
কোপার ফাইনালের আর্জেন্টিনার কাছে হারের রেশ কাটতে না কাটতেই আরেকটি দুঃসংবাদ শুনল কলম্বিয়ার ফুটবল। যুক্তরাষ্ট্রে মায়ামির পুলিশ গ্রেপ্তার করেছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে। স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের।
মায়ামির পুলিশ এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দুই দলের সমর্থকদের মধ্যে মারামারিতে জড়িত অন্তত আরও ২৫ জনকে আটক করা হয়েছে। কোপার আয়োজক কনমেবল ফাইনালের আগে মাঠের বাইরে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
দুই দলেরই অনেক দর্শক টিকিট ছাড়া মাঠে ঢুকতে চাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। যে কারণে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ শুরু হতে এক ঘণ্টারও বেশি দেরি হয়। ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলের হারিয়ে ১৬তম বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
মায়ামি পুলিশের একজন সদস্য আন্দ্রে মার্টিন এই গ্রেপ্তার নিয়ে বলেন, 'কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।'
হেসুরুন ও তার ছেলের মারামারিতে জড়ানোর ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠে প্রবেশের টানেলে। সেখানে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। সে সময়ে হেসুরুন ও তার ছেলেকে সেখানে দাঁড়া করান নিরাপত্তারক্ষীরা।
পুলিশ জানিয়েছে, দেরি হওয়ায় বিরক্ত হয়ে' নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন দুজন। সে সময় একজন নিরাপত্তারক্ষী হেসুরুনের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর হেসুরুন সেই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন। সেই ঘটনায় জেরে পরবর্তীতে আটক করা হয় হেসরুন ও তার ছেলেকে।