শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং গতকাল রাতে সারা দেশের বিভিন্নস্থান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজ শিক্ষার্থীরা।
আজ (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে নটরডেম কলেজের শতাধিক শিক্ষার্থী রাজধানী মতিঝিলের শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অব্রোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করা শুরু করেন।
এ সময় "আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না" সহ অন্যান্য স্লোগান দিতে শোনা যায় তাদেরকে।
সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় আজ দুপুরে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনের সমন্বয়কারী, চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের হামলায় ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার শামসুর রহমান।