হল ছাড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আবাসিক হল বন্ধের বিষয়ে এখনও সিন্ধান্ত না হলেও হল ছাড়তে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকেই তাদের ব্যাগপত্র নিয়ে ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়।
এদিকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আজ সকাল ১০টায় সিন্ডিকেট সভা শুরু হয়।
যেসব শিক্ষার্থী হল ছাড়ছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়া নিয়ে ভয় ও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ইউজিসির নির্দেশনা অনুযায়ীই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে- এমন চিন্তা করেই হল ছাড়ছেন তারা।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে কোনো ক্লাসই হয়নি। চলছে অচলাবস্থা। এদিকে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হাতে শিক্ষার্থী নিহত হলো৷ সব নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই বাড়ি ফিরছি।'