৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারীরা জড়ো হন। পরে সেখানেই সমাবেশ করেন তারা। এসময় আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক।
সমাবেশে আন্দোলনকারীরা, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হতাহতের বিচারসহ ৯ দফা দাবি আদায়ের ঘোষণা দেন।
সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে দেখা গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, "৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী পাঁচ মিনিটের মতো কর্মসূচি পালন করেছেন। তাদের সাথে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক আচরণ করেছি। রাজশাহীতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।"