১৭ বছরের ফাইয়াজের রিমান্ড আবেদন, দড়ি দিয়ে বাঁধায় আইনের লঙ্ঘন হয়েছে, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের লঙ্ঘন হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সেই সঙ্গে ফাইয়াজের রিমান্ডের জন্য আবেদন করার মাধ্যমেও আইনের লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
তিনি হাইকোর্টকে বলেন, 'যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা ও নাশকতার মামলায় রবিবার কিশোর হাসানাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করেছেন বিচারিক আদালত। একইসঙ্গে কিশোর আদালতে তার বিচারের নির্দেশ দেওয়া হয়েছে।'
এ সময় তিনি বলেন, এই কিশোরের হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা এবং তার রিমান্ড আবেদনের মাধ্যমে আইনের লঙ্ঘন হয়েছে।
তিনি আরও বলেন, 'এই কিশোরের বয়স নিয়ে বিভ্রান্তির কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি।'
১৭ বছর বয়সী কিশোরকে সাতদিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকের করা রিট আবেদনের শুনানির সময় এস এম মুনির এ কথা বলেন।
পরে নিম্ন আদালত কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল করেন। রিমান্ড বাতিল হওয়ায় বিষয়টি অকার্যকর হয়ে পড়ায় আজ রিট আবেদনটিও খারিজ করে দেওয়া হয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মো. মোরসেদ।
কোটা সংস্কার আন্দোলনে চলাকালে মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ আসামির মধ্যে ফাইয়াজের নাম রয়েছে। এজাহারে তার বয়স দেখানো হয়েছে ১৯ বছর। তবে জন্ম নিবন্ধন অনুসারে তার জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল।