আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করায় ইইউ’র উদ্বেগ
চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) মহাসচিব স্টেফানো সানিনো।
বুধবার (৩১ জুলাই) স্টিফানো সেনিনো এক এক্স (পূর্বতন টুইটার) লিখেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি।'
'আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহিতা নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান হলো মানবাধিকার,' যোগ করেন পোস্টে।
এদিকে, এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামের ব্রাসেলসে ইইএএস অফিসে স্টেফানো সানিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
স্টেফানোর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ইইউ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং দেশকে চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।
ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব সালেহ বৈঠকে উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।